নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের সুলতানপুরে পণের দাবীতে পুত্রবধূ ও শিশুকন্যাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। মৃত ২৫ বছর বয়সী লক্ষ্মী ও ৩ বছর বয়সী মেয়ে ঋদ্ধি।
অভিযোগ উঠছে, ২০১৮ সালের ১২ ই মে লক্ষ্মীর অরবিন্দ চৌরাসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে লক্ষ্মীকে মোটা অঙ্কের পণের জন্য চাপ দেওয়া হত। সম্প্রতি সেই অশান্তি চরমে পৌঁছালে শ্বশুরবাড়ির সদস্যরা মিলে লক্ষ্মীর গায়ে আগুন ধরিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মৃতের পরিবারের তরফে শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে অরবিন্দকে গ্রেফতার করেন। আর বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here