নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির গুরুগ্রাম এলাকায় এক জন ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠলো তারই এক বন্ধুর বিরুদ্ধে।
অরুণ মেহরা নামে এক জন ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, “একটি বিলাসবহুল হোটেল তৈরী করার জন্য বন্ধু প্রতীক রাও টাকা বিনিয়োগ করতে বলেন। এরপর ২০১৭ সালে অরুণ গোয়ালপাহাড়ি এলাকায় ওই বিলাসবহুল হোটেল তৈরীর জন্য প্রতীককে তিন কোটি টাকা দেন। কিন্তু হোটেলটি তৈরী হয়নি। পাশাপাশি হোটেল নির্মাণের জন্য তিন কোটি টাকা ফেরতও পাননি।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
গত মাসে তিনি বন্ধুর বিরুদ্ধে ডিএলঅফ-৩ থানায় গিয়ে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু করেছিলেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করলেও এখনো অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code