Indian Prime Time
True News only ....

কৃষকদের ডাকা বন্‌ধে পাঞ্জাবে বাতিল দু’শোর বেশী ট্রেন

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ কৃষকদের দাবী মানা তো দূর এমনকি কেন্দ্র কোনো আলোচনাতেও না বসায় আজ কৃষকরা নিজেদের দাবীদাওয়া নিয়ে পাঞ্জাবে বন্‌ধ ডেকেছে। ফলে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় বন্‌ধের প্রভাব পড়েছে। কৃষকদের এই বিক্ষোভের জেরে ২২১টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া রাস্তাঘাটও অবরুদ্ধ হয়ে পড়েছে। কৃষক নেতা সরওয়ান সিংহ পন্ধের জানান, ‘‘বন্‌ধের সময় শুধুমাত্র জরুরী পরিষেবায় ছাড় থাকবে। কেউ যদি বিমানবন্দর বা চাকরীর ইন্টারভিউ দিতে যান অথবা বিশেষ প্রয়োজন থাকে, তাহলে তাদের আটকানো হবে না।’’

সূত্রের খবর, সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) ও কিষাণ মজদুর আগেই জানিয়েছিল, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টে অবধি বন্‌ধ পালন করবে। শুধু চিকিৎসা সহ জরুরী পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর নামক এই দুই সংগঠনের ডাকে আবার কৃষকরা পথে নেমেছেন। এদিন সকালবেলা থেকেই পাঞ্জাবের বিভিন্ন জায়গায় কৃষকরা জড়ো হতে শুরু করেন। তারা জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক সহ অমৃতসর-দিল্লি হাইওয়ের উপর বসে পড়ায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এমনকি মোহালিতে বিমানবন্দর যাওয়ার পথও অবরোধ করা হয়েছে। এদিকে, পুলিশও, কৃষকদের কর্মসূচীর কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রেখেছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোহালিতে ছ’শো পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তারা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল বৃদ্ধি না করার মতো বেশ কয়েকটি দাবী নিয়ে আন্দোলনে নেমেছে।

গত ১৩ ই ফেব্রুয়ারী থেকে কৃষকরা দিল্লি সংলগ্ন পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন। আর ২৬ শে নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored