নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ ইদ উপলক্ষে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রয়াত ছাত্রনেতা আনিস খানের আমতার বাড়িতে গেলেন। হাওড়া জেলা সিপিএম নেতৃত্ব দাবী করেছেন যে, পবিত্র ইদ উৎসবে তাদের পরিবারের পাশে দাঁড়াতেই মহম্মদ সেলিম সেখানে যান।
এদিন তাঁর সাথে আনিসের বাড়িতে সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সহ হাওড়া জেলা সিপিএমের নেতারা উপস্থিত হন। প্রসঙ্গত, গত ১৮ ই ফেব্রুয়ারী আমতার এই পরিবার তাদের ছেলে আনিসকে হারান। আর এই ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আনিসের পরিবারের অভিযোগ ছিল যে, ওই দিন গভীর রাতে পুলিশ আনিসের বাড়িতে হানা দেওয়ার পরে তার অস্বাভাবিক মৃত্যু হয়। কংগ্রেস, সিপিএম ও আইএসএফের মতো বিরোধী দলগুলি আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল বলেও দাবী করেছিল। এখন আদালতের নির্দেশে সিট এই ঘটনার তদন্ত করছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবীতে সরব। তার মৃত্যুর পর থেকেই সিপিএম এই পরিবারের পাশে রয়েছে। আর আনিস সিপিএমের ছাত্র ফেডারেশনের সদস্য ছিলেন। আনিসের বাবা সেলিম খানও এক সময় সিপিএমের সদস্য ছিলেন। তাই এই ঘটনায় সিপিএম শেষ অবধি তাদের পাশেই থাকবে বলেই আশ্বাস দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন মহম্মদ সেলিম জানিয়েছেন, “যত দিন না আনিসের পরিবার খুনের বিচার পাচ্ছে তত দিন সিপিএম নেতৃত্ব এই পরিবারের পাশে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবে।” আর গতকাল আইএসএস নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি আনিসের বাড়িতে এসে এই পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে গেছেন।