দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদহের চাঁচলে নির্বাচনী প্রচারে এসে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
https://www.youtube.com/watch?v=GoAswEJ5JFs
অধীর রঞ্জন চৌধুরী ৪৫-চাঁচল বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী আসিফ মেহবুবের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন। এদিন সকাল ১০ টায় তিনি চাঁচল পাঞ্চালী পাড়া সংলগ্ন মাঠে হেলিপ্যাডে এসে পৌঁছান। অধীর রঞ্জন চৌধুরী সেখান থেকে হুড খোলা গাড়িতে রোড শো এ বেরিয়ে পড়েন। মূলত চাঁচল সদরের কলেজ রোড ধরে কলিগ্রাম, দরিয়াপুর, গোপালপুর, আশাপুর, ভেবা, চাড়ালু, ধঞ্জনা হয়ে স্বরুপগঞ্জ থেকে রাজ্য সড়ক ধরে চাঁচলে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=7kM7G-FPYL0
Sponsored Ads
Display Your Ads Hereহুড খোলা গাড়ির সামনে-পিছনে কর্মীদের শত শত বাইকের দৌরাত্ম্য ছিল নজরকাড়া।এদিন চাঁচলে নির্বাচনী প্রচারে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন অধীর রঞ্জন চৌধুরী। সেখান থেকে তিনি আরো বলেছেন যে, “সংখ্যালঘুদের ইমাম ভাতা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাছের তেলে মাছ ভাজছে। সংখ্যালঘুদের তালাক দিয়ে দিয়েছে আর এখন হিন্দুদের সাথে ঘর করছে মমতা”। এইভাবেই কটাক্ষ সূর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।