নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের ইনদওরের এক অনাথ আশ্রমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলো। যেখানে জানা গিয়েছে, ২১ জন শিশুকে বিবস্ত্র করার পর উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়েছে। আশ্রমটি বাতসালিয়াপুরম জৈন ট্রাস্টের দ্বারা পরিচালিত।
সূত্রের খবর, আশ্রমে থাকা শিশুদের বয়স ৪ বছর থেকে ১৪ বছর ছিল। আচমকা শিশুকল্যাণ কমিটির একটি দল ওই অনাথ আশ্রমে পরিদর্শনে গিয়েছিল। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় অনাথ আশ্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানানো হচ্ছে। পুলিশের কাছে আক্রান্ত শিশুদের অভিযোগ, “সামান্য ভুলের শাস্তি দেওয়া হয়েছে। বিবস্ত্র করে উল্টে ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে লোহার গরম রড দিয়ে ছ্যাঁকাও দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আশ্রমের কর্মীরা এই ঘটনার ভিডিয়োও করেন। এছাড়া শুকনো লঙ্কা জ্বালিয়ে তার ধোঁয়া নিতে বাধ্য করা হয়। এমনকি এক জন শিশু প্যান্ট নোংরা করে ফেলায় তাকে একটি ঘরের মধ্যে আটকে রেখে দু’তিন দিন ধরে না খাইয়ে রাখা হয়েছিল। আর শাস্তি হিসেবে বাথরুমে আটকে রাখা হত।” ইতিমধ্যে আশ্রমের পাঁচ জন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তদন্তকারী এক জন পুলিশ আধিকারিক জানান, “এই আশ্রমটি জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় নথিভুক্ত নয়। যে ট্রাস্ট ওই আশ্রম চালায় তাদের সুরাত, কলকাতা, জোধপুর এবং কলকাতাতেও শাখা রয়েছে। অন্যদিকে, আশ্রমটি সিল করার সাথে সাথে সেখানে থাকা শিশুদের উদ্ধার করে সরকারী হোমে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here