নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের এটাওয়ার সাকিত এলাকার মুনসি নগরের এক জন বৃদ্ধের কর্মকাণ্ডকে ঘিরে তাজ্জব সকলে। কারণ ৭০ বছর বয়সী হাকিম সিংহ যাদব নামে এক জন বৃদ্ধ বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করেন। ঘটা করে শতাধিক লোকও খাওয়ান। আর এই ঘটনার ঠিক দু’দিনের মাথায় হাকিমবাবুর মৃত্যু হয়।
সূত্রের খবর, ওই বৃদ্ধের কোনো সন্তান ছিল না। এছাড়া আত্মীয়-পরিজনের উপরেও ভরসা ছিল না। দীর্ঘ দিন থেকে জমি নিয়ে ভাই ও তার সন্তানদের সাথে অশান্তি চলছিল। হাকিমবাবুর জমি কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছিল। এমনকি মারধর করার অভিযোগও উঠে এসেছিল। তাই শেষ অবধি কারোর উপর ভরসা না করে নিজে বেঁচে থাকা অবস্থায় নিজের শ্রাদ্ধ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বেঁচে থাকতেই আধ বিঘা জমি বিক্রি করে সেই টাকায় নিজের পিণ্ডদান করেছিলেন।
আর কার্ড ছাপিয়ে গ্রামের মানুষ ও ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে সাতশো জন লোককে খাইয়েছিলেন। নিয়ম অনুযায়ী তেরো দিনের কাজে যজ্ঞও করিয়েছিলেন। কিন্তু এই এই ঘটনার দু’দিন পরেই হাকিমবাবুর মৃত্যু হয়েছে। এদিকে হাকিমবাবুর মৃতদেহের দাবী জানিয়ে ভাই এবং ভাইপোরা জানিয়েছেন, “সমস্ত নিয়ম-কানুন মেনেই তার শেষকৃত্য করা হবে।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয়।