অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সঠিক সময়ে চিকিত্সা না হওয়ায় এক অন্তঃস্বত্ত্বা মহিলার মৃত্যুর জেরে স্বাস্থ্য কমিশন অভিযুক্ত হাসপাতালকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ শে এপ্রিল শ্রদ্ধা ভুতড়া নামে ওই মহিলার বুকে ব্যথা হওয়ায় চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিত্সার পর বাড়ি ফিরে এলে শারীরিক অবস্থার অবনতি শুরু হলে প্রথমেই বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ভর্তি না নেওয়ায় পার্কস্ট্রিটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের সদস্যদের অভিযোগ, “শ্রদ্ধাকে পার্কস্ট্রিটের হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকেই এক গাইনোকলজিস্টকে ফোন করা হলে তিনিই রোগীকে ভর্তি করতে নিষেধ করায় চিকিত্সা না করেই ফিরিয়ে দেওয়া হয়। এরপর শ্রদ্ধাকে মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ফেসবুক লাইভে নিজের অসুবিধার কথা তুলে ধরায় চিকিত্সা শুরু হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেকটা দেরী হয়ে গিয়েছিল”।
Sponsored Ads
Display Your Ads Here
স্বাস্থ্য কমিশন পরিবারের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ শোনার পর জানায় যে, “যখন পার্কস্ট্রিটের হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল তখনই জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেওয়া উচিত ছিল। কিন্তু তা করানো হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এর পরিবর্তে চিকিত্সা না করেই ফিরিয়ে দেওয়া হয়। এর জন্য পার্কস্ট্রিটের ওই হাসপাতালকে রোগীর পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”।