নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ পুলিশী তৎপরতায় বানারহাট থানার তেলিপাড়া চৌপথিতে এশিয়ান হাইওয়ে-৪৮ হয়ে এবার বিহার থেকে আসা একটি আলিপুরদুয়ারের বীরপাড়াগামী গাড়ির টায়ার থেকে উদ্ধার হলো বান্ডিল বান্ডিল নগদ টাকা। উদ্ধার হওয়া ৯৪ টি নোটের বান্ডিলগুলিতে আনুমানিক ৫০ লক্ষ টাকা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানারহাট থানার বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে নাকা চেকিং শুরুর পর ওই গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা অতিরিক্ত টায়ার খুলে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
সেই সাথে ওই গাড়িতে থাকা পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। আর ওই টাকাগুলি গোনার জন্য ব্যাংক কর্মীদেরও ডাকা হয়েছে। এছাড়া আটক গাড়িটির নম্বর প্লেট অনুযায়ী গাড়িটি বিহারের পূর্ণিয়া জেলার বলেই জানা গিয়েছে।