নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির অরবিন্দনগরে ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় তাপসী সাহা নামে একজনের বাড়ির কুয়োয় ভেসে ওঠা স্কুলব্যাগের ভিতর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই বাড়ির এক জন সদস্য কুয়ো থেকে জল তুলে গৃহস্থের কাজ করছিলেন। ঠিক তখনই কুয়োয় একটি স্কুলব্যাগ ভেসে ওঠে। সন্দেহ হওয়ায় সেটি তুলে এনে খুলতেই দেখা যায়, ভিতরে একটি শিশুর দেহ আছে। এরপর পুলিশের কাছে খবর দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, প্রায় তিন দিন আগে শিশুটির দেহ ব্যাগে ভরে কুয়োর জলে ফেলে দেওয়া হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে। আপাতত এই নৃশংস ঘটনায় কে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে।