পিঙ্কি পালঃ সমস্ত জল্পনা মুছে ফেলে অবশেষে কলকাতা মেট্রোর জি এম মনোজ যোশীর উপস্থিতিতে দক্ষিণেশ্বর মেট্রোর পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হলো। আজ দক্ষিণেশ্বর থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রাস্তায় মেট্রো রেল চালু হলো।
কলকাতা মেট্রোর জি এম জানান, “মেট্রো রেল পুরোপুরি চালু হবে কবে থেকে সেই বিষয়ে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরীক্ষামূলক দিক থেকে সফলতার পরই যাত্রীরা এই পরিষেবা পাবেন”।
তবে আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ রূপে সম্পন্ন হবে। যার ফলে খুব শীঘ্রই যাত্রীরা এই সুবিধা পাবেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code