রায়া দাসঃ কলকাতাঃ গত ২২ শে ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রো রুটের উদ্বোধন হয়েছে। আর ২৩ শে ফেব্রুয়ারী থেকে দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রো চালু হয়েছে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই বিপত্তি ঘটল। যান্ত্রিক গোলযোগে থমকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রো পরিষেবা।
দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রোতে পৌঁছাতে ১ ঘণ্টা ৫ মিনিট সময় লাগছে। ভাড়াও ২৫ টাকা। দিনে মোট ৭৯ জোড়া ট্রেন এই রুটে চলাচল করছে। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদমে আরো তিন জোড়া মেট্রো চলাচল করছে। প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে সকাল ৭ টায় ছাড়ছে। ও রাত সাড়ে ৯ টায় শেষ ট্রেন ছাড়ছে। আর আজও সকাল থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটের মধ্যে মেট্রো ঠিকঠাকই চলে। তবে বেলা গড়াতেই থমকে গেল এই রুটের পরিষেবা।
আজ দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটের কাছে ৪.১৪ কিলোমিটার সিগন্যালিং ব্যবস্থায় যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ওই রুটে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। যার জেরে ওই রুটের মেট্রোর নিত্য যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
এই ঘটনায় ঘটনাস্থলে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছিলেন। ফলে চলছে মেরামতির কাজ।