নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ সংসদে ঘোষণা করেন যে, এখন থেকে সন্তান লালনের জন্য সরকারী মহিলা কর্মী ও সিঙ্গেল পুরুষ কর্মী (যারা একক অভিভাবক অর্থাৎ যাদের স্ত্রীর মৃত্যু হয়েছে বা বিবাহবিচ্ছেদ হয়েছে অথবা যারা অবিবাহিত) চাকরীজীবনে মোট ৭৩০ দিন ছুটি পাবেন।
লোকসভায় লিখিত জবাবে জিতেন্দ্র সিংহ জানান, ‘‘মহিলা সরকারী কর্মী এবং পুরুষ সরকারী কর্মী, যারা একক ভাবে সন্তান লালন-পালন করছেন, তারা ১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস (ছুটি) আইনের ৪৩-সি ধারায় গোটা কর্মজীবনে সর্বাধিক ৭৩০ দিন ছুটি পাবেন।
প্রথম দুই জন জীবিত সন্তানের ১৮ বছর বয়স অবধি এই ছুটি নেওয়া যাবে। আর সন্তান বিশেষ ভাবে সক্ষম হলে বয়সের সীমা নেই।’’ উল্লেখ্য যে, ২০২২ সালে কর্মীবর্গ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, একই বছরে তিন দফার বেশী এই ছুটি নেওয়া যাবে না।