ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আফগানিস্তানে মোল্লা মহম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে তালিবান সরকার গঠিত হয়েছে। নয়া সরকার গঠন হওয়ার পর শেখ মৌলবী নুরউল্লাহ মুনির শিক্ষা মন্ত্রী হন। আর শিক্ষামন্ত্রী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েন।
মন্ত্রীসভায় জায়গা করে নিয়ে শেখ মৌলবী নুরউল্লাহ মুনির বলেন, “আজকের দিনে কোনো মাস্টার অথবা পিএইচডি ডিগ্রীর প্রয়োজন নেই। দেখুন বর্তমানে মোল্লা ও তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায়। তাঁদের কোনো মাস্টার কিংবা পিএইচডি ডিগ্রী নেই। এমনকি কারোর তো হাইস্কুলের ডিগ্রীও নেই কিন্তু প্রত্যেকেই মহান”।
Sponsored Ads
Display Your Ads Here
আফগানিস্তানের শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে প্রকাশ্যে আসার পর তুমুল হইচই শুরু হয়। পাশাপাশি তালিবান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে শেখ মৌলবী মুরউল্লাহ মুনির কিভাবে ওই ধরনের মন্তব্য করলেন তা নিয়েও জোরকদমে সমালোচনা শুরু হয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here