চয়ন রায়ঃ কলকাতাঃ বুধবার ঠাকুরপুকুরের বেসরকারী হাসপাতালে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যু হতেই বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন।
গতকাল মানস সাহার দেহ নিয়ে বিজেপি নেতারা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মিছিল করতে গিয়ে পুলিশী বাধার সম্মুখীন হন। ফলে দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। এই মিছিলে সাংসদ অর্জুন সিং, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ভবানীপুরের দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল ছিলেন।
এদিন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছটা দূরে শববাহী গাড়ি নিয়ে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করার চেষ্টাও করেন। এরপর পুলিশ সুকান্ত মজুমদারকে টেনে তোলে।
তারপর কালীঘাট থানার পুলিশ অর্জুন সিং, সুকান্ত মজুমদার ও প্রিয়াঙ্কা টিব্রিওয়াল সহ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে পথ অবরোধ এবং পুলিশী কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।
এছাড়া সুকান্ত মজুমদার বলেন, “আমি প্রিয়াঙ্কাদেবীকে পুলিশের নামে শ্লীলতাহানির কেস করার জন্য বলবো। লড়াই চলবে। গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাই”। এর পাশাপাশি অর্জুন সিং বলেছেন, “পশ্চিমবঙ্গে কোনো আইন-শৃঙ্খলা নেই”।