নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুরঃ স্থানীয় উৎসবের জন্য রাস্তা আটকে চাঁদা তোলাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে খড়গপুরের কেশিয়াড়ির বেলদা পাঁচ নম্বর রাজ্য সড়কের মাঝে খণ্ড যুদ্ধ শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ এলাকায় কয়েক জন গ্রামবাসী চাঁদা তুলছিলেন। কেশিয়াড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেআইনী ভাবে চাঁদা তোলার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেন। সেই সময় পুলিশকর্মীরা গ্রামবাসীদের একাংশের সাথে বচসায় জড়িয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
আর সেই সময় চাঁদা আদায়কারীদের একাংশ পুলিশকে লাঠি নিয়ে আক্রমণ করেন। এই হামলার জেরে এক জন সাব ইন্সপেক্টর এবং এক জন মহিলা পুলিশকর্মী আহত হয়েছেন। এই খবর পেয়ে কেশিয়াড়ি থানা থেকে আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Sponsored Ads
Display Your Ads Here