নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সরাই ইনায়েত এলাকার আমলাপুর গ্রামে বাসিন্দা আনন্দ ত্রিপাঠীর বিয়ে ছিল। আনন্দবাবু বরযাত্রীদের সাথে নিয়ে আমলাপুর গ্রামে বিয়ে করতে যাওয়ার সময় একটি হাতিও নিয়ে যান। সময়মতো বর ও বরযাত্রীরা হাজিরও হয়ে যান। কিন্তু বিয়ের অনুষ্ঠানেই ছন্দে পতন ঘটে।
বিয়ের অনুষ্ঠানেই বাড়িতে পর পর বাজি ফাটানো হয়। ক্রমাগত বাজির শব্দে হাতিটি রেগে গিয়ে বিয়েবাড়িতে ভাঙচুর শুরু করলো শুধু তাই নয় বিয়েবাড়ির প্যান্ডেল ভেঙে দেওয়া থেকে শুরু করে বিয়েবাড়ির প্রায় চারটি গাড়িও উল্টে দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে আতঙ্কিত বর সহ বরযাত্রীরা বিয়ের অনুষ্ঠান থেকে যে যেদিকে পারলো এদিক ওদিক ছুটে পালিয়ে দিয়ে প্রাণে রক্ষা পেল।
এই ঘটনাটির খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের একটি দল সাহায্যের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছায় যায়। এরপর দীর্ঘক্ষণের অনেক প্রচেষ্টার পর হাতিটিকে শান্ত করে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।