Indian Prime Time
True News only ....

ভয়াবহ তুষারপাতের জেরে বিপাকের মধ্যে বহু পর্যটক

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ আজ পূর্ব সিকিমের নাথুলায় আচমকা তুষারপাতের জেরে বহু পর্যটক আটকে পড়লেন। তবে সেনাবাহিনীর তৎপরতায় ইতিমধ্যেই ৫০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। আর বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল থেকেই পাহাড় থেকে সমতল সর্বত্র আবহাওয়ার খামখেয়ালিপনা চলছিল। বৃষ্টির পূর্বাভাসও ছিল। বিকেলবেলা থেকে আচমকাই নাথুলাতে ব্যাপক তুষারপাত শুরু হয়। ফলে দৃশ্যমানতা কমে আসায় শতাধিক পর্যটক আটকে পড়েন। এরপর তড়িঘড়ি সেনাবাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

সন্ধ্যাবেলা সেনার পক্ষ থেকে জানানো হয়, নাথুলা ও সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৭৫টি গাড়ি সহ পাঁচশো জন পর্যটককে উদ্ধার করে নিকটবর্তী সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে বেশ কয়েক জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের ছাউনিতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ অন্যদিকে, তুষারপাত থেকে বাঁচতে সেনাবাহিনীর তরফ থেকে পর্যটকদের হাতে খাবার, ওষুধ, গরম বস্ত্র সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored