ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লেগে বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনক পরিস্থিতি শুরু হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এলাকায় বহু দোকান ছিল। আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চারিদিকে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। আর সমগ্র এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ঘটনায় দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন নিয়ে উপস্থিত হন। এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে মোট ৫০ টি ইঞ্জিন লাগে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এলাকাবাসীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল আধিকারিকদের সাথে হাত লাগিয়েছেন। প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু অধিকাংশ দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইদের বাজারে ব্যবসায়ীরা নানা পসরার সম্ভার নিয়ে বসেছিলেন। তবে তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। ফলে এখন ব্যবসায়ীরা সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও অনেক ব্যবসায়ীরা আগুন ছড়িয়ে পড়ার আগে যথাসম্ভব পণ্য নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পেরেছেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিভাবে তা স্পষ্ট ভাবে জানা না গেলেও অগ্নিকাণ্ডের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের তরফে হেলিকপ্টার থেকে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here