‘অনুব্রত মণ্ডলের জন্য বহু মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে,’ অনুব্রতকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ
চয়ন রায়ঃ কলকাতাঃ এবার বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমণ করলেন। শাসকদলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে রাক্ষসের সাথে তুলনাও করেছেন।
দিলীপ ঘোষ অভিযোগ করেন, “অনুব্রত মণ্ডলের জন্য বহু মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে। বহু মানুষের উপর অত্যাচার করেছেন। ঠিক মানুষের উপর যেমন অত্যাচার চালিয়েছেন তেমনই সিবিআইও যেন তাঁর উপর অত্যাচার করে।” একইসাথে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্থদের আড়াল করারও অভিযোগ করেছেন।

- Sponsored -
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের সম্পর্ক। আন্দোলনের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে থেকেছেন। সকলের কাছে যিনি অনুব্রত মণ্ডল তিনি আবার দিদির অত্যন্ত কাছের ‘কেষ্ট’। মমতা বন্দ্যোপাধ্যায় এই নামেই ডাকেন। কোনোদিন কোনো নির্বাচনে লড়াই না করেও বীরভূমের কর্তা হয়েছেন।
কিন্তু এবার গোরুপাচার মামলায় এবার সেই অনুব্রত মণ্ডলকেই সিবিআই বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে। ফলে তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে যে, শীঘ্রই তৃণমূল শীর্ষ নেতৃত্ব ওই জেলার দায়িত্ব বণ্টন নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।