অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কয়লাপাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ১৫ ই আগস্টের পর ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আট জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, ওই আট জন আইপিএস আধিকারিক হলেন শ্যাম সিংহ, রাজীব মিশ্র, সুকেশ জৈন, কোটেশ্বর রাও, তথাগত বসু, জ্ঞানবন্ত সিংহ, সেলভা মুরুগান ও ভাস্কর মুখোপাধ্যায়। আগেও এই মামলায় সাত জন আইপিএস আধিকারিককে তলব করা হয়েছিল।
এর আগেও ইডি রাজীব মিশ্র এবং জ্ঞানবন্ত সিংহকে জিজ্ঞাসাবাদ করেছিল। আর আবারও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায়। আর কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদে ওই আইপিএস আধিকারিকদের নাম উঠে আসায় সেই প্রেক্ষিতেই তলব করা হয়েছে। এদিকে এখনো অবধি কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা অধরা।
- Sponsored -
- Sponsored -
গত এপ্রিল মাসে লালা ও বিনয় মিশ্রের ঘনিষ্ঠদের বিরুদ্ধে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ‘ওপেন ডেটেড ওয়ারেন্ট’ জারি করেছিল। এই মামলায় ইডি রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বেশ কয়েক জন কর্তা এবং কর্মীকে গ্রেফতার করেছে।