নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বালি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়ায় জলবাহিত রোগের প্রকোপে পড়ে এলাকার শিশু ও পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় ৫০ জনের জন্ডিস ও পেটের অসুখে আক্রান্ত হয়েছেন। কয়েক জনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই এলাকায় জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পুরসভার জল থেকেই এই সমস্যা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে এলাকাবাসীকে নোংরা জল না খাওয়ার অনুরোধ জানিয়ে প্রচার চালানো হয়। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক এস দাস পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন। এই ঘটনায় পানীয় জলের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়াররাও এলাকায় গিয়ে পাইপ লাইনে কোনো লিকেজ আছে কিনা তা খতিয়ে দেখতে তৎপর হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বালি পুরসভার দায়িত্বে থাকা হাওড়ার মহকুমা শাসক তরুণ ভট্টাচার্য জানান, “খবর পেয়েই বালি পুরসভার পক্ষ থেকে ওই এলাকায় একটি মেডিকেল টিম পাঠানো হয়। ইতিমধ্যেই জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here