মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার টিটাগড় থানার অন্তর্গত ঘোষপাড়া রোডের শাঁখারিপাড়া এলাকা একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে। গতকাল এই খানাখন্দে ভরা রাস্তায় লরির চাকায় ঘষা লেগে পাথর ছিটকে গুরুতর আহত হন এক জন বৃদ্ধা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা এলাকার একটি বাড়ির নীচে বসে ছিলেন। সেই সময় একটি লরির ধাক্কায় রাস্তার পাথর ছিটকে এসে তার মুখে লাগতেই ওই বৃদ্ধার মুখ-কান দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপর ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান মুখের হাড় ভেঙে গিয়েছে।
তারপর স্থানীয় মহিলারা ক্ষিপ্ত হয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। ফলে প্রায় দু’ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। এরপরই টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভরত এলাকাবাসীরা পুলিশকে ঘিরে বাকবিতণ্ডা শুরু করেন। অবশেষে রাস্তা মেরামত করার বিষয়ে পুলিশ আশ্বস্ত করলে এই বিক্ষোভ উঠে যায়।
স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি প্রদীপকুমার সেন বলেন, ‘‘লালকুঠি থেকে ১৬ নম্বর রেলগেট অবধি রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। তবে ইতিমধ্যেই এই অংশের সংস্কারের কাজ শুরু হওয়ার কথা।’’
পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেহাল রাস্তার ২০০ মিটার অংশেই এই ঘটনাটি ঘটেছে। রাস্তার ওই অংশ সারানোর ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব ঠিকাদারকে কাজ শুরু করতে বলা হয়েছে।’’