অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসাথী শাখা স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখতে একাধিক গাইডলাইন জারি করেছে। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভিন রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে কোনো চিকিৎসক এই রাজ্যের নার্সিংহোম, বেসরকারী হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টারে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না।
রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখতে হলে, চিকিৎসকদের পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এমনকি নার্সিংহোম, বেসরকারী হাসপাতাল অথবা ডায়গনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোনো চিকিৎসককে দিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখতে রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম, আধার কার্ড ও প্যান কার্ডের ছবি সহ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর নথিভুক্ত করতে হবে। আর কোন চিকিৎসক কোন নার্সিংহোম কিংবা বেসরকারী হাসপাতালের সঙ্গে যুক্ত তা জানাতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে এই সকল তথ্যের ভিত্তিতে কোন চিকিৎসক কতজন রোগী দেখছেন আর নার্সিং হোম অথবা বেসরকারী হাসপাতালে অস্ত্রোপচারের পরিসংখ্যানের হিসেব পাওয়া যাবে। এর সাথে সাথে সরকারী হাসপাতালে পরিকাঠামো থাকা সত্ত্বেও বেসরকারী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার কিংবা রোগী ভর্তি করছেন কিনা তারও ধারণা পাওয়া যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
এক্ষেত্রে যদি কোনো চিকিৎসক অথবা হাসপাতাল এই নির্দেশিকা না মানে তাহলে সংশ্লিষ্ট চিকিৎসক এবং নার্সিং হোম কিংবা বেসরকারী হাসপাতালের নাম স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে বাদ পড়বে। প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করার ব্যবস্থাও হতে পারে।