ব্যুরো নিউজঃ স্পেনঃ গত এক দশকের তুলনায় চলতি বছর স্পেনে চার গুণ বেশী দাবানল ছড়িয়েছে। পাঁচ দিন ধরে ভ্যালেন্সিয়ার পূর্বাঞ্চলের জঙ্গল জ্বলছে। ইতিমধ্যেই ১২০ কিলোমিটার পরিধি এলাকার ১৯ হাজার হেক্টরেরও বেশী পুড়ে গিয়েছে। মোট ৪৩ টি বড়ো দাবানলে অন্তত পাঁচশো হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বন্যপ্রাণীও মারা গিয়েছে।
ফলে দ্রুত গতিতে আগুন নেভানোর কাজ চলছে। ৩৫ টি বিমান নিয়ে এই আগুন মোকাবিলার কাজ চলছে। এরই মধ্যে বুধবার একটি ট্রেন দ্রুত ছড়াতে থাকা আগুনের কাছাকাছি চলে আসায় কিছু যাত্রী লাফানোর চেষ্টা করেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হয়ে পাঁচ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত জলবায়ুর পরিবর্তনের কারণে এই দাবানল হচ্ছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
আগের এক দশকে গড়ে প্রতি বছর ১১ টি বড়ো দাবানল লক্ষ করা যাচ্ছিল। অন্যদিকে আলজেরিয়ার পাহাড়ি এলাকায় দাবানলের জেরে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর ১৮৩ জন আহত হয়েছেন। মৃতেরা মূলত দেশের পূর্ব দিকের আল তরেফ ও সেতিফ প্রদেশের বাসিন্দা ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here