পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর জোড়া ঘূর্ণাবর্তের জেরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজ্য জুড়ে বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টিতে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। তাই সরকার এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মত্স্যজীবীদের বারবার সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল। কিন্তু সেই বারণ উপেক্ষা করে জীবিকার স্বার্থে দক্ষিণ চব্বিশ পরগণার বকখালির জম্মু দ্বীপের কাছে ট্রলার ডুবে নিখোঁজ হন ১৪ জন মত্স্যজীবী।
জানা গেছে, গত বৃহস্পতিবার ‘তারা মা’ নামে ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে নামখানা ঘাট থেকে ছেড়েছিল। ব্রজ বল্লভপুরে ওই ট্রলার মালিকের বাড়ি। নিম্নচাপে আবহাওয়ায় আচমকা পরিবর্তনে মাঝ সমুদ্রে ট্রলারটি জলের স্রোতে উল্টে যায়। ট্রলারটির কাছাকাছি অন্য ট্রলারের মত্স্যজীবীরা যাওয়ার চেষ্টা করলেও আবহাওয়া খারাপ থাকায় যাওয়া সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে অন্য ট্রলারের মত্স্যজীবীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। কিন্তু আর কেউ নিখোঁজ রয়েছে কিনা খোঁজ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে আবহাওয়া দপ্তরের সূত্রানুযায়ী, আগামী রবিবার অবধি ভারী বৃষ্টি হবে। বেশ কিছু জেলায় জারি রয়েছে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here