পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ রাতেরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীর জয়গোপালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠলো বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনার পরদিন সকালবেলা পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভয় খাল নামে এই পুকুরে নানা প্রজাতির দেশী মাছের চাষ হয়। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিষ দিয়ে পালিয়ে যায়। এর জেরে কই, চাঁদা, তোড়া, পুঁটি, বেলে, শিঙি, শোল, খলসে, ভেটকি, মৌরলা, ছোটো চিংড়ি সহ আরো বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়েছে। পুলিশকে এই বিষয় জানানো হলে পুলিশ খবর খেয়ে দুষ্কৃতীদের খোঁজ শুরু করতে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereসংস্থার সম্পাদক বিশ্বজিৎ মহাকুর জানান, ‘‘এই সব মাছ মরে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেকগুলি প্রায় লুপ্ত প্রজাতির। আমাদের সংগঠন বিশ বছর ধরে সুন্দরবন এলাকার ছোটো দেশজ বিল-মাছ সংরক্ষণে এলাকায় মিটিং-মিছিল করছে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও হয়। এভাবে মানুষকে সচেতন করে দেশী ছোটো মাছ সংরক্ষণের আন্দোলন গড়ে তোলা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Hereএই সংস্থার উদ্যোক্তারা পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই মাছ সংরক্ষণ সহ নানা কাজের জন্য জাতীয় স্তরে “ইন্দিরা গান্ধী পর্যবরণ পুরস্কার ২০১১” ও রাজ্য স্তরেও রাজ্য জীব বৈচিত্র্য পর্ষদের পক্ষ থেকেও পুরস্কৃত হয়েছিলেন । বাসন্তী ব্লক জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির চেয়ারম্যান প্রভুদান হালদার বলেন, ‘‘সংগঠনের ক্ষতি হয়েছে কত টাকা, এটা তেমন বিষয় নয়। বিষয়টি হল, দুষ্কৃতীরা আক্রোশবশত লুপ্তপ্রায় এবং সংরক্ষিত দেশজ মাছ মেরে ফেলল।’’
