মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুরে লোন করিয়ে দেওয়ার নাম করে প্রায় পঞ্চাশটি পরিবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, নিউ বারাকপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মান্তা পোদ্দার ও তার স্বামী সঞ্জয় পোদ্দার নিউ ব্যারাকপুর এলাকার একাধিক মানুষের কাছ থেকে লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই চক্র চালাচ্ছিলেন দম্পতি। যেহেতু এই পরিবার লোন করিয়ে দেন, তা জানা ছিল এলাকার বাসিন্দাদের। সেই জন্য সাধারণ মানুষের অল্প টাকার দরকার হলে ওই ব্যক্তির কাছে লোনের জন্য যান। সমস্ত নথি জমা নিয়ে পরিবারের এক বা একাধিক লোকের নামে একাধিক লোন পাস করিয়ে নিতেন। যেটা তাঁরা সেই সময় জানতে পারতেন না, অনেক পরে জানতে পারেন।
কিন্তু পরে তাঁরা জানতে পারেন, তাঁদের নামে অনেক টাকার লোন হয়ে গিয়েছে, যা তাঁদেরই শোধ করতে হবে। অবশেষে থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।সোমবার এলাকার বেশ কয়েকটি পরিবার জানতে পারে, যে তাঁদের নামে ব্যাঙ্কের মাধ্যমে একাধিক লোন করা হয়েছে । সোমবার রাতে দুই অভিযুক্তের বিরুদ্ধে নিউ বারাকপুর থানায় অভিযোগ জানায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্ত দম্পতি পলাতক।