নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ গতকাল মণিপুর বিধানসভা ‘আলোচনা ও সাংবিধানিক উপায়ে’ হিংসাদীর্ণ রাজ্যে শান্তি ফেরাতে প্রস্তাব পাশ করাল। কিন্তু এদিনই আবার দুষ্কৃতীরা চূড়াচাঁদপুর ও বিষ্ণুপুর জেলার মাঝে কোইরেনটাক অঞ্চলের একটি কুকি অধ্যুষিত গ্রামে হামলা চালায়। পাল্টা গ্রামরক্ষী বাহিনীও গুলি চালালে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে এক জনের নাম জাংমিনলুন গাংতে। আর অন্য জনের নাম-পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। আর জ্যোতি সিংহ নামের এক ব্যক্তি মাঠে চাষ করা কালীন আহত হয়েছেন।
কুকিদের সংগঠন আইটিএলএফের সূত্রে জানা যায়, পুলিশ ঘটনাস্থলে বিশেষ অভিযান চালিয়ে এই হামলার সঙ্গে যুক্ত সন্দেহে এক জনকে আটক করেছেন। পাশাপাশি গোটা এলাকায় নিরাপত্তা বাহিনী টহল দেওয়া শুরু করেছেন। উল্লেখ্য, গত ৩ রা মে মণিপুরে অশান্তি শুরু হওয়ার পর গতকাল প্রথম বিধানসভার অধিবেশন বসে। তবে কুকি-জো গোষ্ঠীর বিধায়ক নিরাপত্তাগত কারণে রাজধানী ইম্ফলে এসে এই অধিবেশনে যোগ দেননি।