চয়ন রায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতারীর সময় তাঁর পৈতে, আংটি, মাদুলি ও গলার চেন নিয়ে নিয়েছিল। আজ মানিক ভট্টাচার্য আদালতে দাঁড়িয়ে সেই সব ব্যক্তিগত জিনিস ফেরত চাইলেন।
এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি থাকায় মানিক ভট্টাচার্যকে কলকাতার বিচারভবনে হাজির করানো হয়েছিল। সেখানেই মানিক ভট্টাচার্য জানান, ‘‘স্যার আমার কিছু বলার আছে। গত বছরের ১০ই অক্টোবর গভীর রাতেরবেলা ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস (পৈতে, আংটি, মাদুলি এবং গলার চেন) নিয়ে নেন।”
Sponsored Ads
Display Your Ads Here
বিচারক জানতে চান, ‘‘কোথা থেকে?” তিনি জানান, ‘‘ইডি অফিস থেকে।” বিচারক প্রশ্ন করেন, ‘‘আপনি ওখানে ছিলেন?” মানিক ভট্টাচার্য বলেন, ‘‘হ্যাঁ সেদিন গ্রেফতার হয়েছিলাম।” এরপর বিচারক প্রশ্ন করেন, ‘‘তাহলে এতদিন পর সে কথা মনে পড়ল?’’ উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, ‘‘আমি ওঁদের অনেক বার বলেছি। বিজয় কুমার, মিথিলেশ মিশ্র (তদন্তকারী অফিসার) এটা জানেন।
Sponsored Ads
Display Your Ads Here
গ্রেফতারীর দিন ওই জিনিসগুলি নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। তারপর প্রায় দশ বার ফেরত চাওয়ার পরেও দেননি।’’ বিচারপতি এই সংক্রান্ত বিষয়ে সঠিক ভাবে আবেদন করতে বললে তিনি বলেছেন, ‘‘পাবলিক প্রসিকিউটর (পিপি)-কে বলেছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিচারক শুনে জানালেন, ‘‘তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান। আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে।’’ মানিক ভট্টাচার্য পরে আবার জানিয়েছেন, ‘‘ওই সব জিনিস বাজেয়াপ্ত করার তালিকায় দেখানো হয়নি। একটি ক্লিয়ার ফাইলে আংটি, গলার চেন সহ ছ’-সাতটি জিনিস আলমারিতে রাখা হয়েছিল। আর এই সংক্রান্ত কোনো নথিও দেওয়া হয়নি।’’