নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা জুড়ে আম চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। আম বাগানে শুলি পোকারা আম গাছের ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। এর ফলে অসংখ্য আম নষ্ট হয়ে গেছে।
আম চাষীদের আম নষ্ট হওয়ার জেরে অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়া প্রতিবছরই আম চাষীদের শুলি পোকার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। অন্যদিকে করোনা আবহে লকডাউনের জেরে আমের রপ্তানী বন্ধ হয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Hereআম চাষীদের অভিযোগ, “আমের এহেন ক্ষতি নিয়ে সরকারের কোনোরকম হেলদোল নেই”। এরফলে আম চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।