চড়া দামে ডেলিভারি হতো দেশী-বিদেশী মদ
রাজ খানঃ বর্ধমানঃ ফোন করে টাকা পেমেন্ট করলেই স্কুটিতে করে হোম ডেলিভারির ব্যবস্থা ছিল। ব্যবস্থা ছিল ক্যাশ অন ডেলিভারিরও। এর পাশাপাশি চড়া দামে দেশী ও বিদেশী মদ বিক্রি করা হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ শহরের দুটি বাড়ি এবং দুটি হোটেলে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে দেশী ও বিদেশী মদ উদ্ধার করে।
পুলিশ মদের কালোবাজারি সহ অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করার পাশাপাশি একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে।

- Sponsored -
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে আলমারির ভিতরে মদের বোতল লুকিয়ে রাখা হয়েছিল।
সেখান থেকেও প্রচুর পরিমানে মদের বোতল উদ্ধার করা হয়েছে।
এর সাথে সাথে আরোও জানা গেছে, লকডাউনের সময় চড়া দামে বিক্রি করার জন্য মদ মজুত করে রেখেছিল। ধৃতরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে চড়া দামে হোম ডেলিভারি করতো।