চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল তৃণমূল ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর এবার ১৩ ই মার্চ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন। ঠিক হয়েছে শিলিগুড়ির কাওয়া খালি ময়দানে সরকারী প্রশাসনিক সভা করবেন। গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাঠেই সরকারী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
তৃণমূল সূত্রে জানা গেছে, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি পৌঁছে উত্তরকন্যায় থাকবেন। আর বুধবার সভার মঞ্চে দাঁড়িয়ে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য সরকারী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক সভাও করতে পারেন।
সেই মতো জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রী একাধিকবার একাধিক জেলার সফরে যাচ্ছেন। গত সপ্তাহেই পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন। এর আগে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে গিয়েছিলেন।