নিজস্ব সংবাদদাতাঃ শিলংঃ প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে সফরে গেলেন। এই প্রথম তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সফরে সঙ্গী হয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচী নিয়ে দুই দিনের সফরে মেঘালয়ে গিয়েছেন।
এদিন দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় শিলংয়ের উমরোই বিমানবন্দরে নামতেই সমর্থকরা স্বাগত জানান। মেঘালয়ের বিরোধী নেতা মুকুল সাংমা বলেন, ‘‘প্রথমবার সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন। আমরা খুব খুশী। তাঁর সাথে রাজ্যের সমস্ত তৃণমূল নেতা-কর্মী- সমর্থকরা দেখা সাক্ষাৎ করার সুযোগ পাবেন।’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি হোটেলে প্রাক্-ক্রিসমাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। যেখানে মুকুল রায় সহ বিভিন্ন অনাথ আশ্রমের শিশু, খাসি, জয়ন্তিয়া পাহাড়ের আদিবাসী প্রধান ও নাগরিক সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
- Sponsored -
- Sponsored -
আর আগামীকাল সেন্ট্রাল লাইব্রেরীতে মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন রয়েছে। সেখানে মুকুল রায় সহ রাজ্য তৃণমূল নেতৃত্ব, সেখানকার সব জেলা এবং ব্লক কমিটির প্রতিনিধি, মহিলা, ছাত্র ও যুব সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আগামী বছর পূর্বের দুই রাজ্য ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট। তাই দুই রাজ্যেই তৃণমূল প্রার্থী দিতে চায়। ফলে এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন। ত্রিপুরার পাশাপাশি মেঘালয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে কংগ্রেস ছেড়ে এগারো জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন।