মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বাগদার নতুন বাজারে গ্রাহক সেবা কেন্দ্র চালানোর নাম করে কোটি টাকা জালিয়াতি করার অভিযোগ উঠলো। মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছেন। ধৃতের নাম অমিত মণ্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
হেলেঞ্চার দম্পতি অর্পিতা অধিকারী মন্ডল ও তার স্বামী অমিত মণ্ডল একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র চালাত। কিন্তু আবাস যোজনার টাকা সহ গ্রামের অসহায় মানুষের জমানো টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। গত মঙ্গলবার গ্রাহকরা গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েছিলেন। বাগদা থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নামেন। আর গোপন সূত্রের ভিত্তিতে পাওয়া খবরের মাধ্যমে বনগাঁ থানা এলাকার জোকা আমতলায় ওঁত পেতেছিলেন।
এরপর থেকে অমিত আসতেই তাকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, “অমিত ওই এলাকায় পরিচিত কারোর সাথে দেখা করবার জন্য এসেছিল।” পাশাপাশি অমিতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যে পুলিশ অর্পিতার খোঁজে তল্লাশি শুরু করেছেন। আর গোটা ঘটনার বিষয় অমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here