চয়ন রায়ঃ কলকাতাঃ বাড়ি-অফিস এমনকি নির্বাচনী কার্যালয় সহ একাধিক জায়গায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তল্লাশির পরেই ‘ঘুসের বদলে প্রশ্ন’ মামলার তদন্তে আজ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নদীয়ার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল। এদিন মহুয়া মৈত্রকে দিল্লিতে ইডির কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘনের ক্ষেত্রে এই সমন জারি করা হয়েছিল। এই নিয়ে তৃতীয় বার মহুয়া মৈত্রকে সমন পাঠানো হয়েছে।
ইডিকে পাঠানো উত্তরে মহুয়া মৈত্র জানান, ‘‘বর্তমানে তিনি লোকসভা নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে ব্যস্ত৷ তাই দিল্লিতে ইডি কার্যালয়ে উপস্থিত থাকতে পারবেন না। এর আগে ১৯ শে মার্চ ইডি মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। কিন্তু ওই সময় মহুয়া মৈত্র ইডিকে চিঠি লিখে হাজিরার জন্য সময় চেয়েছিলেন। সম্প্রতি সিবিআই তাঁর বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান। এরপর কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছে।
তারপরই মহুয়া মৈত্র সিবিআইয়ের বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দানের অভিযোগে তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। তবে লোকপালই তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।