অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ১ জন সিআইএসএফ জওয়ান। এই ঘটনায় জওয়ানের গলায় গুলি লেগেছে।
জানা গেছে, বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে গুলির শব্দ শোনা মাত্র স্থানীয়েরা দৌড়ে যান। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানেরাও ঘটনাস্থলে গিয়ে ওই জওয়ানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। আর তাঁর পাশে থাকা ইনস্যাস রাইফেলটিকেও উদ্ধার করা হয়। কিন্তু ওই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন কেন তা জানা যায়নি।
তবে আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। এই আত্মহত্যার পেছনে পারিবারিক বিবাদ বা কর্মসূত্রে অশান্তি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেট ও সিআইএসএফ আধিকারিকেরা পৃথক ভাবে বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহত জওয়ানের বাড়ি তেলঙ্গানায়। তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানেরা ফোন ব্যবহার করতে পারেন না। যদিও ওই জওয়ানের ফোনটি পাওয়া গেলে কিছু সূত্র জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।