সামনের মাসেই বাজারে আইফোন ১৭ আসছে। মার্কিনীদের কাছে আইফোন মানেই এক বিশেষ আবেগ। তাই সেখানকার গ্রাহকরা নতুন মডেলের জন্য অপেক্ষায় রয়েছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসের কর্মীদের হাতেও অ্যাপলের এই নতুন ফোন দেখা যাবে। তবে আইফোন ১৭ পুরোপুরি ‘মেড ইন ইন্ডিয়া’র হওয়ায় ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি ভালোভাবে দেখছেন না।
অ্যাপলের সিইও টিম কুককে আগেই ডোনাল ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ‘‘ভারত থেকে কারখানা সরাতেই হবে।’’ কিন্তু সেই কথা উপেক্ষা করেই অ্যাপল ভারতে আরো দু’টি প্রোডাকশন ইউনিট খুলেছে। বর্তমানে দেশে মোট পাঁচটি প্ল্যান্ট চালু আছে। তামিলনাড়ুর হোসুরে টাটা গ্রুপ একটি বড়ো কারখানা চালাচ্ছে। বেঙ্গালুরুতে তাইওয়ানের সংস্থা ফক্সকনের প্ল্যান্টেই নতুন আইফোন তৈরী হচ্ছে।
শুধু তাই নয়, আগামী দিনে ভারতে আরো উৎপাদন ইউনিট গড়ে তোলা হবে। ইতিমধ্যে টাটা গ্রুপের সাথে চুক্তি হয়ে গিয়েছে। এর বিশেষত্ব হল, এর আগে অ্যাপল কখনো কোনো মডেলের সব ভ্যারিয়েন্ট একসাথে বিদেশে তৈরী করেনি। ভারতই প্রথম দেশ যেখানে আইফোন ১৭ এর টপ মডেল সহ সব সংস্করণ তৈরী হচ্ছে। অ্যাপল চীন থেকে ধীরে ধীরে উৎপাদন সরিয়ে আনছে।
Sponsored Ads
Display Your Ads Here
বেঙ্গালুরুর ফক্সকন কারখানায় বর্তমানে বহু চীনা ইঞ্জিনিয়ার কাজ করছেন। চীন সরকার তাদের দেশে ফিরতে বললেও কর্মীরা স্বেচ্ছায় না ফিরলে ফক্সকনের কোনো ক্ষতি করতে পারবে না। যদিও ভারতে ফোন তৈরী হচ্ছে। তবুও আপাতত অ্যাপলকে ডোনাল ট্রাম্পের পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক দিতে হচ্ছে না। টিম কুক প্রতিশ্রুতি দিয়েছেন, ‘‘ভবিষ্যতে অ্যাপল আমেরিকায় বড়োসড়ো বিনিয়োগ করবে। তাই এই ছাড় পাওয়া গিয়েছে।’’ ফলে, মার্কিন গ্রাহকরা ন্যায্য মূল্যে ভারতীয় আইফোন হাতে পাচ্ছেন।