ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ ১২০ বছর আগে রহস্যময় ভাবে এসএস নেমেসিস নামে একটি বাষ্পচালিত জাহাজ ৩২ জন কর্মী সহ সমুদ্রের বুকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এবার অস্ট্রেলিয়ায় ওই জাহাজেরই খোঁজ পাওয়া গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ১৯০৪ সালে জাহাজটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কয়লা নিয়ে পাড়ি দিয়েছিল। কিন্তু নিউ সাউথ ওয়েলসের কাছে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে। এরপর কর্মীদের দেহ উদ্ধার হলেও জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তা রহস্যই থেকে গিয়েছিল। সম্প্রতি ‘সাবসি প্রফেশনাল মেরিন সার্ভিসেস’ নামে একটি সংস্থা সমুদ্রগর্ভে ওই পণ্যবাহী জাহাজের জন্য তল্লাশি চালাচ্ছিল। তখনই সিডনির কাছে সমুদ্রের ৫২৫ ফুট গভীরে একটি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

কিন্তু এই ধ্বংসাবশেষ যে ওই জাহাজেরই সংস্থাটি সে বিষয়ে নিশ্চিত হতে পারছিল না। এরপর অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি এই অনুসন্ধানে যোগ দেয়। সমুদ্রের নীচে গিয়ে ওই ধ্বংসাবশেষের ছবি তুলে এনে জাহাজের বৈশিষ্ট্যগুলি মিলিয়ে দেখা হয়। ছবি পরীক্ষার পর তারা নিশ্চিত করে যে সেটি ওই জাহাজের ধ্বংসাবশেষ। আর জাহাজের বেশ কিছু অংশ অক্ষতও রয়েছে বলেও জানা গিয়েছে। ন্যাশনাল সায়েন্স এজেন্সি দাবী করেছে যে, ঝড়ের কারণে জাহাজের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়।

পাশাপাশি ওই জাহাজের উপর বিশাল ঢেউ আছড়ে পড়ায় কর্মীরা লাইফবোট নিয়ে পালানোর সুযোগ পাননি। ইতিমধ্যে অস্ট্রেলিয়া সরকার জাহাজের ওই কর্মীদের পরিবারগুলির সন্ধান শুরু করেছে। নিউ সাউথ ওয়েলসের পরিবেশ মন্ত্রী পেনি শেপ জানান, ‘‘চল্লিশ জন শিশু ওই দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়েছে। জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার এই ঘটনা আশা করা যায় সেই পরিবারগুলিকে চিহ্নিত করতে সাহায্য করবে। এই দুর্ঘটনাকে সিডনির সমুদ্র ইতিহাসে সবচেয়ে রহস্যময় দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here