নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক ভাবে আছড়ে পড়েছিল যোগী রাজ্যে। তাই গোটা রাজ্য জুড়ে মৃত্যু মিছিল বেড়েই চলেছিল। এর জেরে উত্তরপ্রদেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছিল। আর এই লকডাউনের ফলে কিছুটা হলেও করোনা সংক্রমণ কমেছে যোগী রাজ্যে। ফলে লকডাউনের কড়া বিধিনিষেধ একটু হালকা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথ জানায়, “করোনা সংক্রমণের রাশ কিছুটা কম হওয়ায় কারফিউতে ছাড় দেওয়া হলো।
যোগী সরকারের এক মুখপাত্র জানালেন, “আগামীকাল থেকে সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭ টা অবধি রাজ্যের সব জেলার কারফিউতে ছাড় দেওয়া হবে। এছাড়া সন্ধ্যে ৭ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। তাছাড়া সপ্তাহের শেষে সম্পূর্ণ দিন কারফিউ জারি থাকবে”।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার। এর পাশাপাশি সংক্রমণের হার ০.২% এ নেমেছে। সুস্থতার হার ৯৭.৯% এ দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, এই যোগী রাজ্যেই অক্সিজেনের অভাবে কাতারে কাতারে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। জায়গা হচ্ছিল না শ্মশানে। যার জেরে একের পর এক পচা-গলা মৃতদেহ নদীতে ভেসে উঠছিল। কিন্তু রাজ্য জুড়ে একটানা লকডাউনের ফলে করোনা সংক্রমণ কিছুটা স্বাভাবিক হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here