নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ। ফলে এই কঠোর পরিস্থিতিতে প্রায় প্রতিটি রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। গতকাল আগামী ৮ ই মে থেকে ১৬ ই মে পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছিলেন। এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও সেই একই পথে হাঁটলেন। আগামী সোমবার থেকে ২ সপ্তাহের জন্য কর্নাটকে লকডাউন ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।
ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আগামী ১০ ই মে সকাল ৬ টা থেকে ২৪ শে মে সকাল ৬ টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত শাক-সব্জি ও মাংসের দোকান খোলা থাকবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত পুরো দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯২ জন। আর গত ২৪ ঘণ্টায় ৩৯২০ জনের মৃত্যুর পর দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ০৮৮ জন হয়েছে। অর্থাৎ সব পরিসংখ্যান অনুযায়ী সমগ্র দেশ জুড়ে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে।