রাজ খানঃ বর্ধমানঃ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি গ্রামে চাঞ্চল্য ছড়ালো।
https://www.youtube.com/watch?v=h_hai0vs0jA
জানা গেছে, পিচকুড়ি গ্রাম লাগোয়া ডিভিসির সেচ নালার ধারে জার ভর্তি বেশ কিছু তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে সেখান থেকে ২২ টি তাজা বোমা উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=VagU3MCGgp0
গতকালই পুলিশ পিচকুড়ি গ্রামের এক বিজেপি নেতার ভাইয়ের বাড়ির পাশ থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে। তারপর আবার এতোগুলি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমা গুলিকে নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের অভিযোগ, “ভোটের পরে বিজেপি এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই বিপুল সংখ্যক বোমা মজুত করেছিল”।
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির পক্ষ থেকে দাবী করা হয়েছে, “তৃণমূল ওই সমস্ত বোমা মজুত করে এখন আমাদের ঘাড়ে তার দায় চাপাচ্ছে”।