নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার বরাবাজার ব্লকে ফের মাওবাদীদের নামে পোস্টারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। পোস্টারে বরাবাজার ব্লকের বিএলএলআর ও মানবাজার মহকুমা শাসককে খুনের হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরাবাজার থানার তিলাডি, মানপুর, বানজোড়া এবং শুকুরহুটু এলাকায় বিদ্যুতের খুঁটি সহ একাধিক বাড়ির দেওয়ালে মাওবাদীর নামে পোস্টার পড়েছে। সাদা কাগজের ওপরে লাল কালিতে খুনের হুমকি লেখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কোনো পোস্টারে লেখা, “রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়তে সাধারণ মানুষ আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে আছি”। কোথাও লেখা, “তুই সাবধান হয়ে যাস। নাহলে তোর মৃত্যু অনিবার্য। তুই যেভাবে সাধারণ মানুষের থেকে ঘুষ নিচ্ছিস সেটা বন্ধ কর”।
Sponsored Ads
Display Your Ads Here
আবার কোথাও কোথাও লেখা, “রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কালা কানুন দূর হঠাও”। এছাড়া কোনো পোস্টারে লেখা আছে, “তুই যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছিস তাতে তুই আমাদের আদালতে অপরাধী। তাই মৃত্যুর জন্য তৈরী হবি”। তো আবার কোনো পোস্টারে লেখা রয়েছে, “গণতন্ত্র বাঁচাতে আমাদের দলে যোগ দাও”।
Sponsored Ads
Display Your Ads Here
গত কয়েক দিন ধরেই বরাবাজার ব্লকের বিভিন্ন জায়গায় মাওবাদীদের নামে পোস্টার পড়ছে। পোস্টারগুলি কে বা কারা দিচ্ছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগে তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাওবাদীদের নামে লেখা পোস্টার উদ্ধার করা হয়। সেই পোস্টারের শাসক দলের নেতাদের নামে হুমকি দেওয়া ছিল।