ব্রীজের দাবীতে ভোট বয়কট করলেন এলাকাবাসীরা
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ দীর্ঘদিন ধরে গ্রামের বেহাল সেতু সারাইয়ের দাবীতে ভোট বয়কট করলেন বাঁকুড়ার ছাতনা বিধানসভার জামথোল গ্রামের বাসিন্দারা।
এখানকার জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয়শো ভোটার ভোট বয়কট করলেন। তাদের কাছে সেক্টর অফিস থেকে নির্বাচন দপ্তরের আধিকারিকরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেও তাতে কোনো কাজ হয়নি। গ্রামের মানুষ পাল্টা প্ল্যাকার্ড নিয়ে ‘নো ব্রীজ, নো ভোট’ শ্লোগান তোলেন।
স্থানীয়রা পরিষ্কারভাবে জানিয়ে দেন তারা ভোট দেবেন না। ফলে এই বুথে কার্যত মাছি তাড়াচ্ছেন ভোট কর্মীরা। এখানকার গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন, “বার বার প্রশাসনকে জানালেও তাদের টনক নড়েছে না। নির্বাচনের আগে নেতা-মন্ত্রীদের ভুরি ভুরি প্রতিশ্রুতি মিললেও নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি পূর্ণতা পায় না। তাই বাধ্য হয়ে ভোট বয়কটে সামিল হলেন তারা”।