অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকার কালনাগিন রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=IMmG2bBWj2M
Sponsored Ads
Display Your Ads Hereমন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে সোনার বিভিন্ন সামগ্রী যেমন- বাঁশি, মুকুট, দান বাক্স, মাইক সেট সহ সমস্ত কিছু চুরি করে চম্পট দিয়েছে। মন্দির কমিটির তরফে অসীম বিশ্বাস জানান, “যখন সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে যান তখন দেখেন দুষ্কৃতীরা মন্দিরের প্রধান গেটের তালা কেটে ভিতরে ঢুকে সমস্ত জিনিস চুরি করে পালিয়ে গিয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=3L34brQTP-I
স্থানীয়দের তরফ থেকে অভিযোগ ওঠে যে, “পরপর ওই এলাকায় চারটি মন্দিরের পাশাপাশি একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অবিলম্বে ওই এলাকায় পুলিশী টহলের দাবী জানানো হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ মন্দিরে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।