ছেলেকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত মা
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ ছেলেকে বাঁচাতে গিয়ে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হলেন মা। রাতেরবেলা মালদার ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে মা ও ছেলেকে আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এরপর ইংরেজবাজার থানায় মা এবং ছেলে ছিনতাইবাজদের নামে লিখিত অভিযোগ দায়ের করে। আহত মায়ের নাম দীপ্তি কর্মকার। বয়স ৫০ বছর। ছেলের নাম রমেন কর্মকার। বয়স ২৬। বাড়ি ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায়। রমেন ফার্নিচারের কাজ করে।
জানা যায়, সোমবার রাতে কাজ শেষ করে রমেন বাড়ি ফিরছিল। তখন এলাকার চার-পাঁচ জন যুবক তার পথ আটকিয়ে মোবাইল পকেট থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রমেন বাধা দিতে গেলে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
ছেলেকে এই অবস্থায় দেখে দীপ্তি দেবী ছিনতাইবাজদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গেলে তাকে ছিনতাইবাজরা লোহার রড দিয়ে হাতে, পিঠে এবং কোমরে বেধড়ক মারধর করে। চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত ছিনতাইবাজরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।