করোনা রিপোর্টকে ঘিরে জালিয়াতির জেরে আটক ১ যুবক
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ কোভিড রিপোর্টের নামে জালিয়াতি জেরে শিলিগুড়িতে ১ যুবক গ্রেপ্তার হন।
অভিযোগ ওঠে যে, “ওই যুবক বাড়ি বাড়ি থেকে সোয়াব সংগ্রহের পর বিনা টেস্টে একটি ল্যাবের নামে নকল রিপোর্ট দিয়ে রোগীর সঙ্গে জালিয়াতি করতো”।

- Sponsored -
শিলিগুড়ির পাঞ্জাবি পাড়ার একজন বাসিন্দা ওই রিপোর্টের উপর নির্ভর করে নিজের চিকিৎসা করিয়ে আসছিল। এরপর সন্দেহ হওয়ায় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, ওই যুবক ইউনিপার্স নামে একটি ল্যাবে কাজ করতো। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে তাকে ল্যাব কর্তৃপক্ষ ছাড়িয়ে দেয়। এরপর ওই ল্যাবেরই নাম করে ভুয়ো রিপোর্ট তৈরী করে মানুষকে দিত।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত বিশাল দত্ত মাটিগাড়ার বাসিন্দা। বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করত তারপর নিজে থেকেই রিপোর্ট বানিয়ে দিত। পাঞ্জাবি পাড়ার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পানিট্যাঙ্কি ফাড়ীর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে বিশালকে গ্রেপ্তার করে। আজ পুলিশ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করবে।