নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাটের নবাসন এলাকায় দীর্ঘ দিন থেকে চলা বেআইনী মদের ঠেক ভেঙে আগুন ধরিয়ে দিলেন মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় মহিলারা জানান, ‘‘গ্রামের পুরুষেরা মদের নেশায় সব খোয়াচ্ছেন। নিজেদের রোজগার মদ কিনতেই খরচ করছেন। সংসারে কোনো টাকা দেন না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ তাদের জোগাড় করতে হয়। নিত্যদিন বাড়িতে অশান্তি ও মারধর লেগেই থাকে।’’ সেজন্য এদিন বাধ্য হয়ে মহিলারা বাঁশ এবং লাঠি হাতে চোলাইয়ের ঠেকে চড়াও হয়ে তা ভেঙে আগুন ধরিয়ে দেন। এমনকি এরপর পুলিশ ব্যবস্থা না নিলে আবার ভেঙে দেওয়া হবে বলে হুমকিও দেন। এদিকে জগৎবল্লভপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here