ব্যুরো নিউজঃ ভার্জিনিয়াঃ সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, চার বছরের ছোট্ট ডমিনিক তার পরিবারের সঙ্গে ভার্জিনিয়ার ম্যাসানুনটেন রিসর্টে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানে সে খুব মজাতেই দিন কাটাচ্ছিল।
তবে ডমিনিকের মা স্টেফানি ব্রাউন জানান, “মঙ্গলবার ডমিনিক বাইরে একাই খেলতে গিয়েছিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর যখন তিনি জলখাবারের জন্য ফ্রিজ থেকে খাবার বের করছিলেন সেই সময় আচমকাই তার ছেলের পায়ের শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তিনি চমকে উঠলেন”।
তিনি দেখেন, তার ছেলে ছোট্ট হরিণ ছানার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েই ক্ষান্ত হয়নি। তাকে সাথে নিয়ে বাড়িতে জলখাবারের জন্য নিমন্ত্রণও করে এনেছে। আর এই দুই বন্ধুর ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereস্টেফানি বলেছেন, “আমি সত্যিই বুঝতে পারছিলাম না কি করতে হবে। কিন্তু তাদের দেখে মনে হচ্ছে যেন তাদের মধ্যে অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক”।
তবে ডোমিনিক ওই হরিণ শাবকটিকে জলখাবার খাওয়ানোর পর মায়ের কথা অনুযায়ী বনেই পৌঁছে দিয়ে আসে। যাতে তার মা হরিণ তাকে খুঁজে পায়।