নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে স্ত্রীকে খুনের পর নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সেনা আধিকারিক। আর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে প্রায়শই ওই দম্পতির ঝামেলা হত। ওই দম্পতি নিয়মিত কাউন্সেলিং করাতেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে খুন করে ওই সেনা আধিকারিক আত্মঘাতী হন। এছাড়া স্ত্রীকে খুনের কথা সুইসাইড নোটে উল্লেখও করেছেন।
তবে পুলিশ দম্পতির মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পাশাপাশি ভারতীয় সেনা ও পাঞ্জাব পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।